নিজস্ব প্রতিনিধি: প্রতিবারের মতো এবার পিএসপি ও জেএসসি পরীক্ষায় মিরপুর সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল শীর্ষস্থান অর্জন করেছে।
পিএসসি পরীক্ষায় ৪০জন পরীক্ষার্থী মাঝে ২৭টি জিপিএ-৫ সহ শতভাগ এবং জেএসসি পরীক্ষায় ৩৬জন পরীক্ষার্থীর মাঝে ১৮টি জিপিএ-৫ সহ শতভাগ সাফল্য লাভ করেছে।
পিএসসিতে জিপিএ-৫ প্রাপ্তরা হলো- সুলতান মাহমুদ চৌধুরী, ইমরান আজিজ তামিম, সামিউল হক সৈকত, মাজহারুল ইসলাম তামজিদ, উদয় দেব, বৃহৎ পাল, আশরাফুল ইসলাম, দেবজিৎ কর অর্ণব, বাঁধন দেব, সাজ্জাদ হোসেন সানি, নূসরাত জাহান তোহা, সানজানা আক্তার, দিয়াকর স্নেহা, তিথী দেব, অহনা দেব, সাবিহা কাইয়ূম, ওয়াসিমা রহমান, শামীমা আক্তার, কারিমা আক্তার, আইরিন ফেরদৌসী, জান্নাতুল ফেরদৌস সাদিয়া, নূরুন্নাহার রেশমা, নিশিতা সাহা, সামিয়া হক সবর্ণা, ফারহানা জাহিদ, ফারহানা আক্তার লিমু ও সুমাইয়া আক্তার মুন্নী। জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্তরা হলো- ফাহিম মুনতাসির, এহসানুল মাহমুদ, রুহান উদ্দিন রাকিব, তানভির হোসাইন ইভান, মেহেদী হাসান আরিফ, শাওন দেব, তানভীর আহমেদ রাফি, দেওয়ান সাইম রেজা, সুমন মিয়া, রেজওয়ান আহমেদ ফাহিম, রবিউল হাসান তন্ময়, রবিউল আলম সাগর, তানিয়া আক্তার, সামছুন্নাহার সুমনা, চৌধুরী উম্মে ফেরদৌস, সাদিয়া আক্তার মাখনুন, সানজিদা আক্তার শাম্মী ও মরিয়ম জাহান সাথী।
ফলাফল প্রকাশিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের অধ্যক্ষ রনধীর চক্রবর্তী সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।