ফখরুল আলম, বিশেষ প্রতিনিধি , যুক্তরাজ্যে থেকে:- প্রতিরারের মতো এবারও সেই আনন্দের ধারাবাহিকতার ন্যায় যুক্তরাজ্যের জিএসসি চেষ্টার এন্ড নর্থ ওয়েলস রিজন ব্যাপক উৎসাহ উদ্দিনপনার মধ্যে দিয়ে পালন করেছে বিজয় উৎসব-২০১৬
বাংলাদেশের মহান বিজয়ের ৪৫ তম প্রতিষ্টা বার্ষিকীতে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর চেষ্টার এন্ড নর্থ ওয়েলস রিজনের উদ্দ্যেগে এক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করেছে গত মঙ্গলবার চেষ্টারের স্থানীয় একটি হলে।
দিবসটিকে কেন্দ্র করে দিনব্যাপী জ্যাঁকজমনপূর্ণ নানান সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। দুপুর ১ঘটিকায় বিজয় উৎসবের শুভ উদ্ভোধন করেন জিএসসি চেষ্টার এন্ড নর্থ ওয়েলস রিজন এর চেয়ারপার্সন আব্দুল মালিক।
সভায় বাংলাদেশের সকল শহিদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন এবং সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সংস্থার চেয়ারপার্সন আব্দুল মালিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় সভা শুরুর প্রথমেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সাইফুল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জি এস সি‘র সাবেক সেন্ট্রাল চেয়ারপার্সন মনছব আলীর জেপি, সামছুদ্দিন আহমেদ এম.বি.ই, কয়ছর মিয়া, কাউন্সিলাল আব্দুল কাদির জিলানী, মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ চৌধুরী, আজাদ উদ্দিন, কবি সুরুজ্জামান চৌধুরী ,কবি আয়েশা সিদ্দিকি, রেজাউল ইসলাম রাজা প্রমুখ।
আলোচনা সভা শেষে ম্যানচেষ্টারের এল.সি. বি এর পরিবেশনায় গান,নৃত্য, কবিতা আবৃত্তি সহ মুক্তিযুদ্ধের উপর বিশেষ নাটিকা পরিবেশিত হয়।
সভায় লিভাপুল, উইরাল, মার্সিসাইড, চেষ্টার সহ নর্থ ওয়েলস্ এর বিভিন্ন কমিউনিটি ব্যাক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।