সৈয়দ হাবিবুর রহমান ডিউক॥ সারা হবিগঞ্জের আনাচে কানাচে বাউল গানের নামে চলছে নানারকম অশ্লীলতার প্রদর্শনী।
আর এতে মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়ছে বর্তমান যুবসমাজ ও তরুণ প্রজন্ম।প্রতিটি গানের আসরে চলে মেয়ে শিল্পীদেরকে গানের মধ্যে টাকা দেওয়ার প্রতিযোগীতা। টাকার জন্য শিল্পীরা গানের ফাকে নানারকম অঙ্গভঙ্গি দেখিয়ে ও ব্যাক্তিদের নাম উল্লেখ করেন, আর এতে প্রলুব্দ হয়ে অনেকেই খোয়াচ্ছেন প্রতিদিন হাজার হাজার টাকা।
আজকাল বাউল গানের আসরে কোন ছেলে শিল্পীদেরকে রাখাই হয় না। সারারাত ভর চলে এ গানের আসর, রাত যত বাড়তে থাকে পছন্দের শিল্পীদের মাতাল ভক্তবৃন্দদের সংখ্যা তত বাড়তে থাকে। এসব গানের আসরের মদুদদাতা হিসেবে সক্রিয় থাকেন সমাজের বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তিগণ। মেয়ে শিল্পীদেরকে নিয়ে গড়ে উঠেছে নানা সিন্ডিকেট।
এদিকে বিভিন্ন অলি আউলিয়ার মাজারে এসব শিল্পীদের জন্য নষ্ট হচ্ছে পবিত্র ওরসের পবিত্রতা, অসভ্য পথে ধেয়ে যাচ্ছে সমাজ। প্রভাবশালী মহল আসরে যুক্ত থাকায় প্রশাসনের কোন বাধার সম্মুখীন হতেও হয়না। হবিগঞ্জ বাউল কল্যাণ ফেডারেশনের সাংবিধানিক নিয়ম মতে গানে কোন ব্যাক্তির নাম বলা যাবে না।
এ ব্যাপারে কথা বলার জন্য বাউল কণ্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: মজনু শাহের সাথে ফোনে যোগাযোগ করতে গেলে তিনি ফোন রিসিভ করেন নি। এ বিষয়ে নজর দিতে সচেতনমহল কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।