নিজস্ব প্রতিনিধি :পরকীয়া প্রেমের টানে এক ডাকাতের স্ত্রীকে নিয়ে পালিয়েছে আরেক ডাকাত। ঘটনাটি এলাকায় মুখরোচক আলোচনার সৃষ্টি করেছে। বিভিন্ন সূত্র জানায়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের জালাল মিয়া (৩০) ডাকাতি মামলায় সম্প্রতি কারাগারে যায়। সেখানে পরিচয় হয় বানিয়াচঙ্গ উপজেলার মর্দনপুর গ্রামের হুমায়ুন মিয়ার পুত্র ইব্রাহিম (৩০) এর সাথে। সেও ডাকাতি মামলার আসামী হয়ে কারাভোগ করছিল।
কারা কর্তৃপক্ষকে ম্যানেজ করে একই ওয়ার্ডে থাকার সুবাদে তাদের সুসম্পর্ক গড়ে উঠে। নবাগত জেইলার যোগদানের পর অফিস কলের মাধ্যমে আসামীদের সাথে স্বজনদের সাক্ষাতের সুযোগ করে দেয়া হয়। সম্প্রতি জালাল মিয়ার স্ত্রী ২ সন্তানের জননী আওলিয়া বেগম (২২) বাড়ি থেকে খাবার নিয়ে কারাগারে স্বামীর সাথে দেখা করতে যায়। সে কারা কর্তৃপক্ষকে ম্যানেজ করে অফিস কলের মাধ্যমে স্বামী জালালের সাথে দেখা করে। এ সময়ই পরিচয় হয়, জালালের বন্ধু ইব্রাহিম ডাকাতের সাথে। এদিকে ইব্রাহিম গত বৃহস্পতিবার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আওলিয়ার সাথে দেখা করতে যায়। গতকাল রবিবার আওলিয়া তার ২ সন্তান রেখে ইব্রাহিমের সাথে পালিয়ে যায়। এ খবরটি ইব্রাহিম তার স্ত্রী রোজিনাকে ফোনে জানিয়ে তালাক দেয়ার কথা বলে। এ খবর শুনে নিরূপায় রোজিনা গতকাল রবিবার দুপুরে সদর থানায় একটি অভিযোগ দায়ের করে।