হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বগলা বাজারে জুয়েলারী দোকান থেকে সঞ্জয় বণিক (৩০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর দেড়টার দিকে এইচ এস জুয়েলারি দোকান থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সঞ্জয় বণিক হরণ লাল বণিকের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে সঞ্জয় বণিক তার দোকানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সদর থানার এসআই মিজান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।