মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১৪ নং ওয়ার্ডে সদস্য হিসেবে (বৈদ্যুতিক পাখা) প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সৈয়দ মোঃ শামীম, তার প্রাপ্ত ভোট ২৮, তার নিকটতম প্রতিদ্বন্ধি নুর উদ্দিন আহম্মেদ (নুরধন) (ঢোল) প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ ও ১৫ নং ওয়ার্ডে সদস্য নিবার্চিত হয়েছেন মহিউদ্দিন কামাল (ঘুড়ি) প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ১৯।
তার নিকটতম প্রতিদ্বন্ধি হাজী ফিরোজ (অটোরিক্সা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ ভোট।
সংরক্ষিত আসন -৫ মাধবপুর উপজেলা ও চুনারুঘাট পৌরসভা সহ ৪ টি ইউনিয়ন নিয়ে ফাতেমাতুজ জহুরা রিনা (ফুটবল) ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধি রোকেয়া বেগম (মাইক) প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ ভোট।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত এএসপি (সার্কেল) রাজু তিনি জানান মাধবপুর উপজেলায় সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের জোর নিরাপত্তায় শান্তি ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন মাধবপুরবাসীকে।