চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও দাখিল মাদ্রাসার সিনিয়র মৌলভী শিক্ষক মোঃ জামাল উদ্দিন গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহে ……….. রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যকালে তাহার বয়স হয়েছিল ৬০ বৎসর। মরহুমের জানাজার নামাজ বাদ জোহর নরপতি কোনাপাড়া মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।
মোঃ জামাল উদ্দিন দীর্ঘ ৩০ বৎসর যাবত রানীগাঁও দাখিল মাদ্রাসায় সিনিয়র মৌলভী শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন।
উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন, রানীগাঁও দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সুপার মাওলানা আমিনুর রহমান চৌধুরী, মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের সেক্রেটারী মাসুক মিয়া মাষ্টার, প্রভাসক মাওলানা মুখলিছুর রহমান প্রমুখ। উক্ত জানাজার নামাজে অসংখ্য মুসল্লীয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন, জমিয়াতুল মোদার্রেছীন এর সভাপতি অধ্যক্ষ আফছার আহমদ তালুকদার, মাষ্টার ইলিয়াছ মিয়া তালুকদার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া, নির্বাহী সদস্য প্রধান শিক্ষক আশরাফুল আলম দুধু, যুগ্ম সম্পাদক এম.এস জিলানী আখঞ্জী, সাংগঠনিক সম্পাদক আকরামুল ইসলাম। উপস্থিত মুসল্লীরা তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। পরে তার লাশ নিজ বাড়ি নাসিরনগর উপজেলার ভোলাউক গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।