হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।এ সময় দোকানপাট ভাঙচুর করা হয়।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিমবাগ ও মধ্যগ্রামের মধ্যে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এই খেলা নিয়ে সকালে দুই গ্রামের খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে গুরুত্ব আহত অবস্থায় দেলোয়ার (২৫), মফিজুল (৩০), কাজল (৫০), বাদল (২০), আক্কাস (২০), মফিজুল (৩০), সুমন (২২) ও ফজর আলী (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাখাই থানার ওসি মোজাম্মেল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।