সৈয়দ হাবিবুর রহমান ডিউক॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে সরকারী জায়গা দখল করে পাক্কা ভিটা নির্মাণ করেছেন এক ব্যাক্তি।
জানা যায়, অলিপুরের মোল্লা বাড়ির মো: জাহেদুল ইসলাম(৪৫) ঢাকা সিলেট মহাসড়কের পাশে অলিপুরে হোটেল আরিফের সামনে পাক্কা করে দোকানঘর বানিয়েছেন।
এদিকে তার দখলে রয়েছে আরো ও পাচটি দোকান। এ ব্যাপারে জাহেদ মিয়ার সাথে ফোনে কথা বললে তিনি বলেন কাঠ মিস্ত্রির অভাবে পাক্কা করে তিনি দোকান বানিয়েছেন।
পরপর দুইবার অলিপুরে সরকারী জায়গা দখল করার কারণে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান চালানো হলেও এসব জায়গায় অবাধেই গড়ে উঠছে দোকানপাট। রাস্তাঘাট দখল করে দোকানপাট গড়ে উঠায় হাটার জায়গা পাননা পথচারীরা ফলে ঘটছে নানা দূর্ঘটনা।