চুনারুঘাট প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাটে গাছের নীচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার কালিচুং গ্রামে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাযায়, কালিচুং গ্রামের আঃ রহমানের শিশু কন্যা রুবেনা আক্তার(৫) বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। পাশেয়ই তার আত্মীয় স্বজনরা অসাবধানতা বশত সুপারী গাছ কর্তন করার এক পর্যায়ে সুপারী গাছটি রুবেনার উপর পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে চুনারুঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশু কন্যাটিকে হারিয়ে শোকের মাতম চলছে পরিবারে।