চুনারুঘাট প্রতিনিধি ॥ ২০১৮ সালের মধ্যে চুনারুঘাট উপজেলা শতভাগ বিদ্যুৎ কাভারেজ এর আওতায় আসবে। এ লক্ষে সরকার এবং স্থানীয় প্রশাসন কাজ করছে। এর পুর্বে গাজীপুর ইউনিয়ন থেকে প্রতিটি ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ কাভারেজের কাজ চলছে। গতকাল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামে বিদ্যুৎ উদ্ধোধনী সভায় প্রধান অতিথি প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। সভায় ইউপি চেয়ারম্য্যান হুমায়ূন কবির খানের সভাপতিত্বে ও আঃ মালেক মাষ্টারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেণ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান মহালদার, আওয়ামীলীগের উপজেলা সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মনিুরুজ্জামান, বাল্লা বিজিবি কমান্ডার আব্দুল আজিজ, মহিলালীগের সভানেত্রী আবিদা খাতুন, পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু তাহের মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, মিরাশী ইউপি আওয়ামীলীগ সেক্রেটার আঃ সামাদ, ম্যানেজার নির্মল দেব, যুবলীগ নেতা দেওয়ান রিপন ইউপি সদস্য মিনারা খাতুন। এতে স্থানীয় নেতৃবৃন্দ ও গনমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি এডভোকেট মাহবুব আলী ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ৯৯ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মান করে। এর ফলে টেকারঘাট গ্রামের ৩শ’৬ টি পরিবার বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।