হামিদুর রহমান,মাধবপুর থেকে-হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বাজারে একটি টয়লেটের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল ও ১টি পাইপ গান (সদৃশ্য অস্ত্র) উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(২৫ ডিসেম্বর) দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মনতলা পূর্ব বাজার শাহ আলমের দোকানের পিছনে টয়লেটের ভিতর অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এ গুলো উদ্ধার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে । তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।