চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত আঃ আওয়ালের পরিবারকে ৫ হাজার টাকার নগদ অনুদান প্রদান করেছেন উপজেলার থৈগাও গ্রামের সমাজ সেবক প্রবাসি ছালেহ উদ্দিন বাবরু।
২৫ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় নিহতের বাড়িতে গিয়ে প্রবাসি ছালেহ উদ্দিন বাবরুর পক্ষ থেকে নিহতের সন্তান এমরান হোসেনের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন যুবদল নেতা স্বপন আহমেদ।
উল্লেখ্য,গত কয়েকদিন আগে আমুরোড বাজারে দুর্ঘটনাবশত মোটরসাইকেলের চাপায় নিহত হন চুনারুঘাট উপজেলার কালামন্ডল গ্রামের দরীদ্র আঃ আওয়াল।