চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত আব্দুল হকের পুত্র আব্দুর রহিম (২৫) নামে এক জুয়ারী ও মারামারি মামলায় পলাতক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চুনারুঘাট থানার এএসআই বকুল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শাহপুর এলাকা থেকে আব্দুর রহিমের নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আব্দুর রহিমের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মারামারি, জুয়া সহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মারামারি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।
সে দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। আব্দুর রহিম জুয়ারীকে ধরাতে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্থির নিঃশ্বাস ফিরে এসেছে।