বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ পৌরসভার সফল পৌর মেয়র জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবীতে বাহুবল বাজার জামে মসজিদে সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাহুবল সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ পিপুল মিয়া। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহিদুর রহমান মাহিদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদুর রেজা রাজু, থানা যুবদলের সভাপতি হাজী শামছুল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই শিবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হান্নান নানু, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, বিএনপি নেতা আতিক ফারুক, কবির মিয়া, যুবদল নেতা ফজলুর রহমান, মোঃ শাহেদ মিয়া, মোশাহিদ মিয়া, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, থানা জাসাদের সভাপতি এখলাছুর রহমান, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, ছাত্রদল সদর ইউপির সাধারণ সম্পাদক সানি মোঃ তালুকদার, সদর ইউপি শ্রমিকদলের সভাপতি মাসুক তালুকদার প্রমুখ।
সভা শেষে জি কে গউছের সুস্থ্যতা ও মুক্তি কামনায় মোনাজাত করা হয়।