আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার কালামন্ডল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী ২৫ ডিসেম্বর সকাল ৮.৪৫ মিনিটে বার্ধক্য জনীত কারণে উনার নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহীর রাজিউন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তাঁর ৫ ছেলে ৩ কন্যা ও এক স্ত্রী রয়েছেন।
২৫ ডিসেম্বর রবিবার বাদ আছর আমুরোড ঈদগাহ ময়দানে উনার নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার পর চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এস আই ফারুক আহমেদের নেতৃত্বে কালামন্ডল মরহুমের পারিবারিক গোরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা সালাহ উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আলা উদ্দিন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ রহমান আজাদ, ডেপুটি কমান্ডার আঃ রব বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সহ আরো অনেকেই।