হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে কানাই লাল দাস (৫০) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
কানাই লাল সদর উপজেলার ভাগমতপুর গ্রামের মৃত রমেশ দাসের ছেলে।
পুলিশ জানায়, রবিবার ভোর রাতে কানাই লালের নিজ বাস ভবন থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এত দিন সে আত্মগোপনে ছিল।