আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার কালামন্ডল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মকসুড আলী আজ সকাল ৮.৪৫ মিনিটে বার্ধক্য জনীত কারণে ইন্তিকাল করেছেন ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহীর রাজিউন। .
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
তাঁর ৫ ছেলে ৩ কন্যা ও এক স্ত্রী রয়েছেন। আজ বাদ আছর আমুরোড ঈদগাহ ময়দানে উনার জানাযার নামাজ শেষে কালামন্ডল তার পারিবারিক গোরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় দাফন হবে বলে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু।