অলিপুর প্রতিনিধি : শায়েস্তাগঞ্জের অলিপুর শিল্প এলাকা থেকে ৩৫০ গ্রাম গাজাঁসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে এসআই সুদীন চন্দ্র দাশদসহ একদল পুলিশ অভিযান চালিয়ে অলিপুর শিল্প এলাকার রাবার বাগানের প্রবেশদ্বার শাহজীবাজার সড়ক থেকে গাজাঁসহ তিন যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- শায়েস্তাগঞ্জের অলিপুর গ্রামের আঃ নুর মিয়ার ছেলে পিন্টু মিয়া(২০), নিদান মিয়ার ছেলে শামছু মিয়া(২৫) ও মোস্তফা কামালের ছেলে রাজু মিয়া (২২)।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।