মনিরুল ইসলাম শামীম, বাহুবল (হবিগঞ্জ)থেকে : হবিগঞ্জের বাহুবলে অগ্নিকান্ডে ইটভাটা মালিক মতিউর রহমান সানু’র বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১টার দিকে উপজেলার হাফিজপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হাফিজপুর গ্রামের ইটভাটা মালিক মতিউর রহমান সানু’র পরিবারের সদস্যরা শনিবার দুপুরে বাড়ির আঙ্গীনায় গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। সকাল খেকেই ওই এলাকায় বিদ্যুত ছিল না।
দুপুর ১টার দিকে বিদ্যুৎ আসার পর গৃহকর্তা মতিউর রহমান সানু’র স্ত্রী ঘরের ভিতর প্রবেশ করলে আগুনের শিখা দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের লেলিহান শিখা মুহূর্তের মাঝে ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জামাল উদ্দিন শাহীনের নেতৃত্বে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরে থাকা নগদ পাঁচ লক্ষ টাকা, ১৫ বড়ি স্বর্ণালঙ্কার, ৩টি টিভি, ৩টি ফ্রিজ, জমির দলিল, গাড়ির কাগজসহ মূল্যবান জিনিষপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জামাল উদ্দিন দৈনিক শায়েস্তাগঞ্জ কে জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ঘরে এলপি গ্যাসের সিলিন্ডার থাকার কারণে মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এই ঘরে তারা তিন ভাইয়ের পরিবার থাকত, আগুনে সম্পূর্ণ ভষ্মিভুত হওয়ায় ক্ষয়-ক্ষতির পরিমান ত্রিশ লাখেরও বেশি হতে পারে।