স্টাফ রিপোর্টার: সমাজসেবায় বলিষ্ট অবদান রাখায় নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি মহোদয়ের সচিব, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রেসক্লাবের নির্বাহী সদস্য, দৈনিক খবর বাংলাদেশ ও মানবাধিকার পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহ মনসুর আলী নোমান পুরষ্কৃত ও সংবর্ধিত হন।
২৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগার (বৈদ্য শাসন, মৌলভীবাজার) আয়োজিত মুক্তিযোদ্ধা, কীর্তিমান ও সমাজের স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য আলোকিত ব্যক্তিদের এক সংবর্ধনা এবং বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও আইসিটি বিভাগের মহা পরিচালক শ্রী বনমালী ভৌমিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহ মনসুর আলী নোমানকে সম্মাননা স্মারক (রেডিয়েন্ট এওয়ার্ড) প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানের হবিগঞ্জের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাখি ভৌমিক, উদার দিগন্ত সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং অর্থকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক সালাম মাহমুদ, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের আলোকিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।