দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল শান্তিপূর্ণভাবে পালন করতে হবিগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট খালিকুজ্জামান চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। শনিবার সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন- বিএনপি একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। শান্তিপ্রিয় কর্মসূচিতেই বিশ্বাস করে বিএনপি। গত ৫ জানুয়ারি থেকে রাজপথে থেকে যে সকল নেতাকর্মী আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন- এই আন্দোলন কোন ব্যক্তি বা দলের নয়, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলন। তাই বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচিতে সকলকে অংশগ্রহন করতে হবে। বিবৃতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার তীব্র নিন্দা জানানো হয় এবং হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি