হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে প্রতিপক্ষের পিকলের আঘাতে নিহত অবসরপ্রাসার্জেন্ট মোঃ মোজাম্মেল হক (৫৫) হত্যা মামলায় ৪ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাওছারুল আলমের আদালতে আসামীরা হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামীরা হল, বাহুবল উপজেলার মুহিষদুলং গ্রামের ইউনুছ মিয়ার পুত্র সগীর মিয়া, তার ভাই সিদ্দিক মিয়া, আজিজ মিয়ার পুত্র আফজল মিয়া ও এরাজত উল্লাহর পুত্র হামিদ মিয়া।
সম্প্রতি উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের চৌধুরী বাড়ির সাথে মোজাম্মিল মিয়ার পরিবারের বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে আসামীরা অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ফিকল দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় মামলা হলে আসামীরা আদালতে জামিন আবেদন করেন। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।