লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ এলাকায় ব্রিজের কাছে টমটম উল্টে আমান উল্লাহ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ যাত্রী ।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার ভাদিকারা গ্রামের ইদ্রিস উল্লাহর ছেলে ও বামৈ মুক্তিযোদ্ধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে বামৈ এলাকায় ব্রিজের কাছে একটি টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ইজিবাইকের ৪ যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমান উল্লাহকে মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ওসি মোজাম্মেল হক জানান, আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।