হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের বারিক মিয়ার পুত্র শাহজাহানের সাথে ছগীর উদ্দিনের পুত্র নজর উদ্দিনের জমিজমা নিয়ে গত ১ বছর ধরে বিরোধ চলে আসছে।এ বিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় নজর উদ্দিন (৪০) ও মুজিবুর রহামান (২৮) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।