চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামের মৃত আঃ হকের পুত্র মোঃ শাহজাহান মিয়া (৩৫) নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই কাশী চন্দ্র শর্মার নেতৃত্বে একদল পুলিশ পারকুল গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী শাহজাহান মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, শাহজাহান মিয়ার বিরুদ্ধে সি.আর ১৬১/০৮ মামলায় বিজ্ঞ আদালত ৬ মাসের সাজা প্রদান করে। উক্ত মামলায় শাহজাহান পলাতক হিসেবে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।