রহমত আলী, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জে এসএসসি পরীক্ষা নিরাপদ পরিবেশের অনুষ্টিত হওয়ার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ।
রবিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের প্রধান সড়কের কোর্ট মসজিদের কাছে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আল ফারাবী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আহমেদ ইমতিয়াজ তাকী।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- বাংলাদেশ যুব ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হাকিম, ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি মাহমুদা খাঁ, সহ-সভাপতি দেবেশ ঋষি, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী শিফাত জাহান জেসি, অনার্স ৩য় বর্ষের ছাত্র পান্না সরকার, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রত্যুষ চক্রবর্তী, আবুল ফয়েজ প্রমুখ।
বক্তারা, নিরাপদ ও নির্বিঘ্নে এস এস সি পরীক্ষার সুযোগ তৈরী করে দিতে সরকার ও সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।