চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পীরেরগাঁওস্থ সৈয়দ মদরিছ আলী একাডেমীর ২০১৬ সনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১১টায় একাডেমী মিলনায়তনে একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক সৈয়দ মুজিবুর রহমান ইলিয়াছের সভাপতিত্বে ও হাফেজ মোঃ জিয়াউর রহমান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব কাউছারুল গণি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ কাছন মিয়া, প্রাইমারী শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন স্কুলের বর্তমান শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলী, সাংবাদিক এস.এম সুলতান খান, হাফেজ সৈয়দ মোয়াজ আহমদ, স্কুলের উপদেষ্ঠা মোঃ আজিজুর রহমান রাহাদ, বদিউর রহমান বাদল, শহীদ আলম, উপদেষ্ঠা সৈয়দ কবির মিয়া, প্রতিষ্ঠানের পরিচালক সজল চন্দ্র দাস, অভিভাবক প্রতিনিধি মোঃ হুমায়ুন চৌধুরী, মোঃ বাচ্চু মিয়া, সৈয়দ আজিজুর রহমান, শ্রী রাজকুমার রাজবংশী, স্কুলের শিক্ষিকা রুমেনা লস্কর, মোঃ ফরিদ মিয়াসহ প্রমুখ।
সভাশেষে বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী ১৮ জন ছাত্র/ছাত্রীদের নিকট সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ২০১১ ইং সনে দানবীর ও শিক্ষানুরাগী সৈয়দ মুজিবুর রহমান ইলিয়াছের অক্লান্ত পরিশ্রমে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় উক্ত প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
আজ হাঁিট হাঁটি পা পা করে প্লে শ্রেণি থেকে ৯ম শ্রেণী পর্যন্ত আধুনিক ও যুগপোযুগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চুনারুঘাট উপজেলায় শ্রেষ্ঠত্বের অধিকার অর্জন করে আসছে।