মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাকসাইর নামক স্থানে ট্রাক খাদে পড়ে চালক সাগর মিয়া (২২) নিহত হয়েছেন।
বুধবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত চালক ঢাকার জেলার সাভার সদরের আমিন বাজার এলাকার মফিজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানান, বুধবার সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক উলেখিত স্থানে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়।
মাধবপুর থানার উপ- পরিদর্শক (এসআই) দয়াল হরি ভৌমিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।