লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কাটিহারা সড়কে টমটমের ধাক্কায় রাজ্জাক মিয়া (১২) নামের এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের আমিন মিয়ার পুত্র ও কাটিহারা প্রাইমারী স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।
মঙ্গলবার সকাল ৮টার দিকে স্কুলে যাবার পথে কাটিহারা স্কুলের নিকট পৌছলে একটি দ্রুতগামী টমটম তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।