চুনারুঘাট প্রতিনিধি ॥ পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প-২০১৬ উপলক্ষে চুনারুঘাটে ৩ দিন ব্যাপী স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় চুনারুঘাট উপজেলার শিশু নিকেতন কিন্ডারগার্ডেন প্রাঙ্গনে স্কাউটের বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিলের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট লিডার আঃ কাদির মাষ্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নরুল আমিন, কাচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, ফকরুল ইসলাম মাষ্টার, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, স্কাউটার মনোরঞ্জন দেব, নিলু রানী দাশ, রঞ্জনা দেবী, স্কাউটার আঃ জাহির, মোঃ স্কাউটার হারুনুর রশিদ, স্কাউটার মোঃ আকরামুল ইসলাম, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের জেলা ম্যানাজার রকিব উদ্দীন সরকার।
উক্ত স্কাউট ক্যাম্পে উপজেলার বিভিন্ন স্কুলের ৫০ জন শিক্ষার্থী ক্যাম্পে অংশ গ্রহণ করে।