নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের শাহপুর নামক স্থানে ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত সৈয়দ শরিফ উদ্দিন শাহ্ (রঃ)ইয়ামেনী, বাগদাদীর ২০তম পবিত্র ওরস আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে আগামী বুধ,বৃহস্পতিবার ৩দিন ব্যাপী পবিত্র ওরস অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে রাতব্যাপী ওয়াজ মাহফিল ও জিকির আসকার, ভক্তিমূলক গানের আসর ও কাফেলার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য,হযরত সৈয়দ শরিফ উদ্দিন শাহ্ সাব(রঃ)ইয়ামেনী, বাগদাদীর বংশধর সৈয়দ অলিউর রহমান খোকনসহ মাজার কমিটি এবং সকল ভক্ত ও আশেকাঁনগনদনেরকে নিয়ে ৩দিন ব্যাপী ওরস পালন করা হচ্ছে।
উক্ত ওরস শরীফে ফকির সাধক ভক্তবৃন্দসহ সকল আশেকানকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।