সিলেট: ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন রোববার সিলেট নগরীতে কাভার্ডভ্যানে আগুন ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও হরতালের সমর্থনে নগরীর ভিন্ন স্থানে মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৭টায় নগরীর দরগা গেইট এলাকায় শিবিরের নেতাকর্মীরা চারটি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। সকাল সোয়া ১১টার দিকে নগরীর শেখঘাট এলাকায় হরতাল সমর্থকরা পিকেটিং করার চেষ্টা করে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্বিসের একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীর কোর্ট পয়েন্ট, লামাবাজার, সোবহানীঘাট, উপশহর পয়েন্ট, বন্দরবাজার, জিন্দাবাজার, রিকাবীবাজার, আম্বরখানা, কদমতলী বাসটার্মিনাল এলাকায় দোকান-পাট বন্ধ রয়েছে। সকাল থেকে নগরীতে ভারি যানবাহন চলাচল না করলেও রিকসা ও ব্যাটারিচালিত অটোরিকসা চলাচল করছে। কদমতলী বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ।
সিলেট রেল স্টেশনের মাস্টার আব্দুর রাজ্জাক জানান, সকাল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে ২০ দলের হরতালকে ঘিরে নগরীতে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। র্যাব পুলিশের পাশাপাশি নগরীতে মোতায়েন করা হয়েছে বিজিবি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যারের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মাঠে টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’