হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চান মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম উপজেলার মোহনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার চান মিয়া মোহনপুর গ্রামের মৃত ছদু মিয়ার ছেলে।
এসআই মমিনুল ইসলাম জানান, ২০০৭ সালে একটি মাদক মামলায় তার বিরুদ্ধে ২ বছরের সাজা হলে সে আত্মগোপনে চলে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।