হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ পৌরমেয়র জিকে গউছকে হাই কোর্টের দেয়া জামিনাদেশ স্থগিত করেছেন আদালত। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মো. নিজামুল হক এ আদেশ দেন।
গত ১১ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাইয়ে বোমা হামলা মামলায় আরিফুল হক চৌধুরীকে ও অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় হবিগঞ্জ পৌরমেয়র জিকে গউছকে ছয় মাসের জামিন দেন হাই কোর্ট।
মেয়রের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং এ্যাডভোকেট মাসুদ রানা। আগামী ২ জানুয়ারি পরবর্তি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ বসবে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলায় এক যুবলীগ কর্মী নিহত ও ২৯ জন আহত হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের করা মামলায় তদর্ন্তকারী কর্মকর্তা ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ দাখিল করেন।
এছাড়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে বৈদ্দার বাজারে জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।