দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পরিত্যক্ত ভূমি লেবার কলোনীর ১টি ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবতির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা গ্রামের হতদরিদ্র মৃত দেওয়ান আলীর মেয়ে ফাতেমা খাতুন (২৫) এর সাথে শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাও গ্রামের বিবাহিত তৈল ব্যবসায়ী মোঃ আলফু মিয়ার (৪৫) সাথে বিবাহ হয়। আলফু মিয়া ১ম স্ত্রীকে ঘরে রেখে ২য় স্ত্রী ফতেমা খাতুনকে নিয়ে রেলের ১ টি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত ঘর সংসার করে আসছে এবং তার ১টি সন্তান জন্ম নেয়ার পর ছেড়ে দেয় আলফু মিয়া। ফাতেমা এলাকার অনেক মুরুব্বী বিচার চেয়ে ও সুষ্ট বিচার না পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পরিত্যক্ত ভূমির উপর নির্র্মিত লেবার কলোনীর ভাড়া করা বাসায় তার আত্বীয়র কাছে অবস্থান নেয়। সেই বস্তিতে ফাতেমা দীর্ঘ দিন যাবত পেটের দায়ে জেলার বিভিন্ন স্থানে ক্ষুদ্র ফেরীদোকান হিসেবে পান, সুপারী, সুটকী বিক্রী করতো এবং কোন কোন সময় টুকাই হিসেবে বিভিন্ন স্থান হতে ভাঙ্গারী দোকানে এনে বিক্রি করে জীবিকা চালিয়ে আসছে এবং ফাতেমার মা শায়েস্তাগঞ্জ এলাকায় ভিক্ষা করে জীবিকা করে আসছে।
শনিবার দুপুর ১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের পরিত্যক্ত ভূমির বস্তির ছোট ১ টি খালি ঘরের ভিতরে ফাতেমা কে ছেড়া লুঙ্গি দিয়ে গলায় পেচানো তীরের সাথে ঝুলিয়ে রাখে মৃত অবস্থায় তখন তার মুখেদিয়ে পানের পিক পড়ছিল, নাক দিয়ে রক্ত বেড় হচ্ছিল এবং এক পা মাটির সাথে লাগানো এবং ২ হাত ঝোলানো অবস্থায় ছিল। কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে এলাকায় গুঞ্জন চলছে।
মৃত্যুর প্রায় দেড় ঘন্টা পূর্বে রেল স্টেশনের ২ নং প্লাট ফর্মে ১ টি দোকান হতে ১ টি পান ক্রয় করে খায় এবং তার সাথে থাকা মোবাইলে অন্য এক ব্যক্তির সাথে আলাপ হলে কিছুক্ষন পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত লোক মৃত যুবতীকে দেখার জন্য ভীর করে।
পরে থানার অফিসার ইনচার্জ মো: ইয়াছিনুল হক ঘটনার খবর পেয়ে থানার এস আই জুলহাস উদ্দিন ও এস আই সেলিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে যুবতির লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।