নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর হাসপাতালে তামাক বিরোধী অভিযান চালিয়ে ৫ জনকে ৫০ টাকা করে অর্থদ- করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যামান আদালত এ অভিযান চালান।
এ সময় নুরুল ইসলাম, আজগর আলী, মোজাম্মেল ও রুবেলসহ ৫ জনকে ৫০ টাকা অর্থদন্ড করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় জানান, প্রকাশ্যে ধূমপানের অপরাধে তাদেরকে এ জরিমানা করা হয়।