নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে রতনপুর ওভার ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকালে সড়ক দূর্ঘটনায় নিহত একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি জাকির হোসেন জানান, ধারণা করা যাচ্ছে মধ্যরাতে কোন একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায়। ফলে তিনি মারা যান। তবে লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।