চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ইসমাইল হোসেন (৬৫) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বেলা ১টার দিকে উপজেলার বহরামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ইসমাইল খুলনা জেলার পাইকগাছা উপজেলার চারগাছা গ্রামের বাসিন্দা। সে চুনারুঘাটে আদুরী ব্রিকস্ ফিল্ডে কাজ করত। পুলিশ জানায়, শনিবার রাতে ইসমাইল বহরামপুর গ্রামে যাত্রা দেখতে যায়। সকালে গ্রামের পার্শ্ববর্তী একটি খালে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বেলা আড়াইটার দিকে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না।