নিজস্ব প্রতিনিধি : বেতাপুর জাগ্রত সংঘ কতৃক আয়োজিত ২য় মিনি নাইট ফুটবল টুনামেন্ট ২০১৬ শুভ উদ্ভোদন হয়েছে রবিবার রাত ৮টার সময়।
এতে সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম চৌধুরী(ম্যানেজিং ডাইরেক্টর জে,আই,সি সুট লিঃ)।
প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ডাঃ মুশফিক হোসেন চৌধুরী(জেলা প্রশাসক হবিগঞ্জ)।
হবিগঞ্জ জেলা স্বেস্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান,১০নং দেবপাড়া ইউ/পি সাবেক চেয়ারম্যান আ,ক,ম ফকরুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক ও কৃতি ফুটবলার শাহ গোলাম মোশেদ,নবীগঞ্জ উপজেলা ছাএলীগের সভাপতি আবু ছালেহ জীবন,সহ সভাপতি আলী হোসেন প্রমুখ। এছাড়াও স্হানীয় ইউ/পি সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গরা উপস্তিত ছিলেন।