ডেস্ক : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রনজিত কুমার দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
স্থানীয় সংবাদ পত্রে প্রেরিত এক বার্তায় শোক জানিয়েছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক হারুন সাঁইসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যান্যরা হলেন নওরোজুল ইসলাম চৌধুরী, মইনুল হাসান রতন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল হক রেনু, মিজানুর রহমান সুমন, এডঃ হুমায়ুন কবির সৈকত, প্রভাষক ফিরুজুল ইসলাম চৌধুরী, সমীরন চক্রবর্তী শংকু, সমুজ আলী আহমেদ, কাউন্সিলর আ.স.ম আফজল আলী রুস্তম, প্রভাষক জালাল উদ্দিন রুমী, এ.কে.এম ফজলুল হক চৌধুরী সেলিম, কামরুজ্জামান আল রিয়াদ, এডঃ আব্দুল আলিম তালুকদার, সৈয়দ শাহিনুর রহমান, কামরুল হাসান, রামেন্দ্র কিশোর মিত্র, আমির ফারুক তালুকদার, সৈয়দ এম আর মাসুক, এম শামীম চৌধুরী, মোঃ মহিবুর রহমান।
সংবাদমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তারা বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে শনিবার ভোর সাড়ে ৫ টায় ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যক্ষ রনজিত কুমার দাশ ।