উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথমে ১৬ই ডিসেম্বর শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান কলেজ পরিচালনা কমিটির সকল শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে শহরের ওসমানী রোডে অবস্থিত উক্ত আইডিয়াল উইমেন্স কলেজে মুক্তিযোদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
২০টি প্রশ্নে ২০ মিনিটে অনুষ্ঠিত কুইজে এতে উক্ত কলেজের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংগ্রহন করে। এদের মধ্যে ৩ জন বিজয়ী হয়ে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহন করে। এরপর কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, সমাজ সেবক আব্দুর রহিম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, কলেজের ব্যবস্থপনা পরিচালক নিরুপম দেব,সহ ব্যবস্থাপনা পরিচালক সলিল বরন দাশ, পরিচালক সুশান্ত বৈদ্য,সাংবাদিক মতিউর রহমান মুন্না।
প্রভাষক রিয়াদ মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক শারমিন জাহান শীলা, জন্মজয় রায়, সুমন মিয়া প্রমুখ।