শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ‘বিজয়ের হিল্লোলে আমরা উল্লসিত’ এই শ্লোগানে শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর বিজয় র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংগঠনের কার্যালয় থেকে র্যালী বের হয়।এবং সন্দ্বায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।
র্যালীটি প্রধান সড়ক ঘুরে পূর্ববড়চরে বৃহত্তর সিলেটের প্রথম দুই শহীদ মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দীন ও মহফিল হোসেন সমাদিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
উল্লেখ্য , সন্দ্বা থেকে রাত ১০টা প্রযন্ত পৌর শহীদ মিনারে সংগঠনের আয়োজনে পরিবেশন হয়েছে গান,নাচ ও নাটক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়।