চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাতাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব সুরুজ আলী মাষ্টারের কুলখানী সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ জুমআ মিরাশী ইউনিয়নের গাতাবলা গ্রামের বড়বাড়িতে মিলাদ মাহফিলের মাধ্যমে ১ম কুলখানী অনুষ্ঠিত হয়।
এ মিলাদ মাহফিল পরিচালনা ও মোনাজাত করেন মাওলানা শাহাবউদ্দিন ও মাওঃ শামসুল হক। কুলখানীতে উপস্থিত ছিলেন, মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী তালুকদার, ৯নং রানীগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সালেহ শফিকুর রহমান, মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুক মিয়া মাষ্টার, মেম্বার সুরুজ আলী, সাবেক মেম্বার শফিক মুহরী, আইয়ুব আলী মহালদার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া প্রমুখ।
কুলখানী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিকাল ৪টায় কুলখানী অনুষ্ঠান সমাপ্ত হয়।