বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলা কমপ্লেক্সস্থ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ কর্মসূচীকে কেন্দ্র করে আজ প্রথম প্রহরে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষের ঢল নেমেছিল।
বীর শহীদদের স্মরণে তোপধ্বনির মধ্য দিয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাহুবল মডেল প্রেস ক্লাব, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, যুবদল, ছাত্রদল, বাহুবল ডিগ্রি কলেজ, বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সংঘ, কিশলয় জুনিয়র হাই স্কুল, স্টুডেন্ট এসোসিয়েশন বাহুবল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ প্রভৃতি সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।