মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন-শিমুলঘর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে জনতার সহযোগিতায় ২ ডাকাতকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ওই সড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসির সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।
আটকৃতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার কামড়াপুর এলাকার টপু মিয়ার পুত্র শিপন চৌধুরী ওরফে আবু বক্কর (২২) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোড এলাকার আব্দুল জলিলের পুত্র আমির হোসেন (১৯)।
এ ব্যাপারে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জিয়া উদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করেছেন বলে জানা এসআই মমিনুল ইসলাম।