স্টাফ রির্পোটার: গত ১৩ই ডিসেম্বর ২০১৬বিকালে শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী হল রুমে ইসলামী ফাউন্ডেশন হবিগঞ্জ এর সহায়তায় এক পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ডাঃ ফুরুক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠাতা সেক্রেটারী জনাব সৈয়দ আশরাফ উদ্দিন মামুন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জনতা ব্যাংক লিঃ এর এরিয়া অফিসে ডিজিএম জনাব রুহুল আমিন খাঁন, বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ আলিয়া মাদরাসার অধ্যাপক জনাব ফিরোজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, শানখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর সভাপতি জনাব মাস্টার শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন, সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার সহকারী সম্পাদক এড: মঈন উদ্দিন বেলাল।
এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন জনাব, সৈয়দ হুমায়ূন কবীর, নির্বাহী পরিচালক পাশা এনজিও। নারী নেত্রী হালিমা খাতুন, সভাপতি চলার সাথী এনজিও।
এছাড়া শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী সাহিত্য ও সংগীত একাডেমীর বিভিন্ন সদস্য স্কুল মাদরাসা কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ। উক্ত অনুষ্ঠানে কবিতা ও গজলে পুরষ্কার গ্রহন করেন সৈয়দ মোতাকাব্বির হোসেন আবির, সৈয়দ আবু বক্কর ও মাহজাবিন চৌধুরী তানি। প্রধান অতিথি ও বিশেষ অতিথির নিকট থেকে পুরষ্কার গ্রহন করেন।
পুরষ্কার অতিথিদের আপ্যায়ন করা হয়। উক্ত অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাংবাদিক হামিদুল হক ও সেলিম চৌধুরী।