মোঃ রহমত আলী হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জে রাছুল প্রেমিক লাখো সুন্নী জনতার অংশগ্রহনে মহা গৌরবে পালিত হয়েছে জশনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ উপলক্ষে হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির বলেছেন, ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে রাষ্ট্রীয় ভাবে পালন করার ঘোষনা দিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা যারা করবে বা তার বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধি আইনে যে কোন লোক বাদী হয়ে মামলা করতে পারবে। আর যারা সিরাতুন্নবী পালন করে তারা যেন মরা নবীর মৃত্যু দিবস পালন করল, আমাদের নবী জিন্দা নবী। এসব নবী ওলির দুশমনেরার দলে আমরা নাই, তাই সাবধান, যা বলবেন বুঝেশুনে বলবেন। উপরোক্ত কথাগুলি তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জশনে ঈদ এ মিলাদুন্নবী (সা) এর আলোচনা সভায়। হবিগঞ্জ আহলে সুন্নাতওয়ার জামায়াত সমন্বয় পরিষদ এর উদ্যোগে মঙ্গলবার মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদ নানা কর্ম সূচীর আয়োজন করে। সকাল ১১টায় চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য জুলুছ বেড় করা হয়। হবিগঞ্জ মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদ এর সভাপতি মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে জুলুছে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ লাখাই আসনে সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক আউয়াল, কোর্ট মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফাসহ ছাত্র, ইমাম, ব্যবসায়ী, আইজীবী, সরকারী কর্মকর্তা, নবী প্রেমিক সর্বস্তরের লাখো সুন্নী জনতা। শহর প্রদক্ষিণ শেষে জুলুছটি জেলা কালেক্টরেট প্রাঙ্গনে এসে এক আলোচনায় মিলিত হয়।