নবীগঞ্জ প্রতিনিধি : “ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে- ভালবেসে দিয়ে গেল প্রাণ…” এই শ্লোগানকে ধারণ করে সোমবার বিকাল ৪ ঘটিকার সময় নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনের আয়োজনে শহীদ সাবাজ আলী সড়কস্থ সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রনব চন্দ্র দেবের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য উজ্জ্বল দাশের পরিচালনায় অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা সাব-সেক্টর কমান্ডার বীর প্রতীক মরহুম মাহবুবুর রব সাদীর এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার জননন্দিত চেয়ারম্যান এড্ভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন উপ-পরিচালক ডাঃ শফিকুর রহমান, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জ্বল ইসলাম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুর রউফ, সাবেক ইউপি চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মঈনুল আমিন বুলবুল, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর প্রতীক নূর উদ্দিন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাসদ নেতা ওয়াহিদুজ্জামান চৌধুরী মাসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৮নং ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, শিক্ষক আলী আমজাদ মিলন, বিপুল চন্দ্র দেব, প্রাক্তন ফুটবল খেলোয়ার আব্দুল আলীম, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি তনুজ রায়, নিকেতনের আজীবন সদস্য নীলকন্ঠ দাশ সামন্ত নন্টি, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও নিকেতনের আজীবন সদস্য ইকবাল আহমেদ বেলাল, চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমন, সংগঠনের কোষাধ্যক্ষ জীবেশ গোপ, সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য্য দেবুল, শেখ আবুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক সৌমেন রায়, সদস্য রাজিব রায়, বিদ্যুৎ রায়, কীর্তি নারায়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়জুর রব পনি, ঝুমুর ভৌমিক, সদস্য মাসুম আহমেদ, নৃত্য প্রশিক্ষক প্রবীর শীল, মিলন আহমেদ, শান্ত আহমেদ, খালেদ মিয়া, আছাব মিয়া প্রমুখ।
সভার শুরুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বীরযোদ্ধা মাহবুবুর রব সাদীর জীবন ও কীর্তি সম্পর্কে নতুন প্রজন্মকে জানান দিতে এবং সংরক্ষণের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করার দিকে জোর দেন।