চুনারুঘাট প্রতিনিধি ঃ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণের লক্ষ্যে গঠিত হয়েছে চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব নামে একটি কমিটি।
এ উপলক্ষে সোমবার বিকালে চুনারুঘাট উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম সংলগ্ন হলে এক আলোচনা সভা সাংবাদিক মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আমার সিলেট ২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক মোঃ আনিছুল ইসলাম আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মনসুর আহমদ, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আলী আমজাদ, আকরামুল ইসলাম, জসীম উদ্দিন প্রমুখ।
সভায় সাংবাদিক মোঃ আলী আমজাদকে আহ্বায়ক, সাংবাদিক মোঃ ফারুক মিয়াকে যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক মোঃ মাসুক মিয়া, মোঃ দুধু মিয়া, মীর মোঃ জামাল আহমেদ, মোঃ মোতাব্বির হোসেন কাজল, মোঃ মহিবুল ইসলাম, এস.এম. জিলানী আখঞ্জী, মোঃ জসীম উদ্দিন, মেহেদী হাসান শাহীন, মোঃ জুয়েল আহমেদ, শংকর শীল, আকরামুল ইসলামকে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।